wonABCShopCharityArchivesZombielove

জ়োম্বীলাভ ঘোষণাপত্র

প্যারা সিটি, ৩রা নভেম্বর ২১০১

অন্তত ঘুমের রাজ্য থেকে হঠাৎ করে জেগে উঠেছি আমরা - সারমেয় মূত্র ও জ্ঞানের জন্য মানুষের দুর্নিবার গবেষণার ফলে। সৃজনশীল ধ্বংস দ্বারা অনুপ্রাণিত ও স্প্রে করা রঙের দ্বারা চমৎকৃত আমরা জেগে উঠেছি মনুষ্য জাতিকে নষ্ট করে পৃথিবীর উপর থেকে তাদের চিরতরে সরিয়ে ফেলতে। আমরা জীবন্মৃত – গর্বিত বুক, পচে যাওয়া, খসে পড়া মাথা নিয়ে বিবর্তনের সমস্ত নিয়ম উল্টে-পাল্টে দিয়ে আমরা এবার বিচরণ করব পৃথিবীর বুকে।

আমাদের লক্ষ্য বিশ্বকে সম্পূর্ণভাবে আমাদের কব্জায় আনা। এই লক্ষ্য পূরণ করব আমরা অত্যাচারী মনুষ্য জাতিকে নির্মূল করে ও পৃথিবীর বুকের উপর সৃজনশীল ধ্বংস দিয়ে। এর ফলে অগণিত নৈতিক, দার্শনিক ও ধর্মীয় পরিবর্তন অবশ্যম্ভাবী হবে।

আমাদের শত্রু হোমো স্যাপিয়েন্সদের দ্বারা প্রচারিত মিথ্যা যে আমরা পৃথিবীর বুকে ব্যাধি বিশেষ, এই ধারণাকে গুঁড়িয়ে দিয়ে আমরা প্রতিষ্ঠা করব হোমো জ়োম্বীয়েনসিস জাতি। এর দ্বারা আমরা আমাদের আকাট্য অস্তিত্ব জাহির করব।

বিস্তারিত গবেষণার পর আমরা জানতে পেরেছি যে হোমো জ়োম্বীয়েন্সিস ও হোমো স্যাপিয়েন্স – আমরা দুই জাতিই একই উত্স থেকে উদ্ভূত হয়েছি, কিন্তু আমরা এখনও অবদমিত, কারণ আমরা নাকি বিবর্তনের এক ভয়াবহ প্রমাদ। মানুষদের কথা অনুযায়ী আমরা বিবর্তনের চাকার বাইরের কোনো ঘৃণিত বস্তু।

তাই যতক্ষণ একটি মানুষও পৃথিবীর বুকে চলে ফিরে বেড়াচ্ছে আমরা শান্ত হব না। যেহেতু আমাদের খাদ্যের উৎস, জীবন্ত মানুষের মাংস, বিষয়ে আমরা স্বার্থপরতাহীন ও সৎ তাই আমরা পরবর্তীকালে আমাদের পচে যাওয়া ও খসে পড়া শরীর নিয়ে পৃথিবী মায়ের কোলে ফিরে যাওয়ার অনুমতি আছে আমাদের কাছে। আমরা পৃথিবীকে এই ভাবেই না-মানুষদের বাসযোগ্য করে যাব।

আমাদের পূরণ না হওয়া অধিকারগুলির মধ্যে অন্তর্ভুক্ত হল বিশৃঙ্খলা ও অরাজকতা, স্ব-ধ্বংস, কুরূপতা, সীমাহীন ধ্বংসলীলা, শারীরিক অক্ষমতা, অলসতা, আবেগপূর্ণ হওয়া, প্রযুক্তিগত অবনমন ও সমস্ত নৈতিকতার ধ্বংস, ধর্মীয় ও অন্যান্য সমস্ত মূল্যবোধের অবনতি। এছাড়াও পুনর্জন্মবাদ শেষ করার গুরুত্বপূর্ণ অধিকারটিও আমাদের এখনো পূরণ হয় নি।

যেহেতু মানুষেরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাবে ও আমাদের দাবী মানবে না, তাই আমরাও তার প্রত্যুত্তরে পূর্ণাঙ্গ যুদ্ধ করে যাব। এই গ্রহের বুক থেকে এইভাবেই আমরা মানুষ নামক ঘা-টিকে ভোঁতা ছুরির দিয়ে ধীরে ধীরে ও যথা সম্ভব ব্যথা দিয়ে কেটে ফেলে দেব।

জীবন্মৃতরা আমাদের সঙ্গে এই ন্যায়-যুদ্ধে সামিল হন। মানুষ নামক ব্যাধির বিচার ও শাস্তি অবশ্যম্ভাবী। আসুন আমরা জয়ী হয়ে তাদের মাংসে আমাদের উদরপূর্তি করি, অথবা যদি আপনাদের ইচ্ছা হয় তবে আমাদের জয়ী সৈন্যদের হাতে তাদের টুকরোগুলি তুলে দিই।

আমাদের সমর-সাথীগণ, আশা করি এই অন্তত জ্ঞানের আলো যেন আমাদের স্বার্থপরতাহীন জাতির ধ্বংসের পথের পাথেয় হয়। পরবর্তী না থাকা প্রজন্মগুলির কাছে আমরা রেখে যেতে চাই মৃত্যুর প্রতি আমাদের গভীর প্রেম।

তাই জ়োম্বীলাভ হোক আমাদের সমর-সাথীদের অনমনীয় স্লোগান !!!